একজন আইনে পড়া ছেলে যখন একটা আইনে পড়া মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে
পাত্র : আচ্ছা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার কত ধারায় আছে?
পাত্রী : CrPC, 1898 এর ৫৪ ধারায়।
পাত্র : হয়েছে। What's the full meaning of DLR?
পাত্রী : Dhaka Law Report.
পাত্র: সুপ্রীম কোর্টের কয়টি ডিভিশন?
পাত্রী : ২ টি।
পাত্রঃ CrPC কোন ধরনের আইন?
পাত্রীঃ ফৌজদারী আইন। মানে মারামারীর বিচার সম্পর্কিত আইন।
পাত্রঃ আচ্ছা। ক্রিমিনাল মানে অপরাধী কিন্তু এখানে ফৌজদারী হলো কেন?
পাত্রীঃ সুলতানী কিংবা মোঘল আমলে যারা এই মারামারি সংক্রান্ত বিষয়ে দেখভাল মানে আজকের পুলিশের দায়িত্ব যারা পালন করতেন তাদের প্রধানকে বলা হতো ফৌজদার। সেখান থেকেই CrPC কে ফৌজদারী আইন বলা হয়। তবে CrPC একক কোন আইন নয়। অনেকগুলো আইন একত্রিত হয়েছে বলেই এটিকে Code বলা হয়েছে। Code মানে অনেকগুলো আইনকে একত্রিত করণ।
পাত্রঃ বাহ! বাহ! কন্যা পছন্দ হয়েছে। আমি রাজি!
পাত্রীঃ অনেক জিজ্ঞাসা করেছেন। এবার আমার পালা।
বলুন বাল্য বিবাহ নিরোধ আইন কত সালের?
পাত্রঃ ২০১৭ সালের আইন।
পাত্রীঃ সেখানে পাত্র-পাত্রীর বিয়ের বয়স কত?
পাত্রঃ ছেলে ২১ আর মেয়ে১৮।
পাত্রীঃ যদি কোন সামাজিক সমস্যায় পড়ে কোন মা তার মেয়েকে ১৭ বছরে বিয়ে দেন তাহলে কি আইন ভঙ্গ হবে?
পাত্রঃ না। হবে না।
পাত্রীঃ বাংলাদেশে একটি পরিবার সর্বোচ্চ কত বিঘা কৃষি জমির মালিক হতে পারে?
পাত্রঃ ৬০ বিঘা
পাত্রীঃ স্পেশাল পাওয়ার এক্ট কত সালের?
পাত্রঃ১৯৭৪ সালের।
পাত্রীঃ বিয়ে করার পরে কী আমাকে পড়তে দিবেন আর?
পাত্রঃ Universal Declaration of Human Rights, 1948 অনুযায়ী এটা আপনার মানবাধিকার। সুতরাং কেন নয়?
🤣😍
পাত্রীঃ পাত্র আমার পছন্দ হইছে। তবে আমার বাবা কোন যৌতুক দিতে পারবেনা।
পাত্রঃ যৌতুক নিরোধ আইন, ২০১৮ অনুযায়ী যৌতুক দেয়া- নেয়া দুটোই অপরাধ।
পাত্রীঃ ভালো। তাহলে আসুন এখনই দেনমোহর ঠিক করে ফেলি?
পাত্রঃ দেনমোহর প্রাপ্তি একজন নারীর পরিপূর্ণ অধিকার। দেনমোহর ছাড়া বিয়ে ছহি নয়। তাই আপনাকে আপনার সামাজিক অবস্থান অনুযায়ী যথাযথ দেনমোহর প্রদান করা হবে।
Comments
Post a Comment