কেন আমরা নারীদেরকে রক্তে মাংসে গড়া একজন মানুষ মনে করিনা?



কেন আমরা নারীদেরকে রক্তে মাংসে গড়া একজন মানুষ মনে করিনা?
কেন আমরা তাদেরকে ভালো বন্ধু বা সমাজের একজন মানুষ হিসেবে ভাবতে পারি না?
কেন আমরা নারীদেরকে ভোগ্য পন্য মনে করি?
কেন আমরা নারীদেরকে প্রমোদ পন্য মনে কর?
কেন নারীদের সাথে খারাপ কিছু করার সময়ে আমাদের নিজ পরিবারের কোন নারী সদস্যের কথা একবারও মনে করি না?
আমরা কি পশুদের চাইতেও হিংস্র আর জঘন্য?
পশুদেরও ধর্ম আছে আমাদের কি তাও নেই?
তাহলে কি আমরা সমাজের নিকৃষ্টতম কীট?
তাদের সাথে জঘন্য কিছু করার আগে আমরা কি তাদেরকে আমাদের মা-বোন বা প্রীয়ভাজন হিসেবে একবারো ভাবতে পারি না?
মাঝে মাঝে নিজেকে পুরষ জাতি হিসেবে পরিচয় দিতে লজ্জা হয় ঘৃন্না হয়!!!!!

Comments