বরগুনা রিফাত হত্যা পরে আবার হৃদয় হত্যা।
রিফাত হত্যা,,,, জ্বলছে তীব্র যন্ত্রনার আগুনে ২৫ টি পরিবার, স্বপ্ন ভাঙ্গছে ২৫ টি পরিবারের।
এবার হল হৃদয় হত্যা,,,, হৃদয়ের পরিবার তো শেষ তার সাথে আর কত পরিবার স্বপ্ন হাড়াতে যাচ্ছে।
যাই হোক তার পরে আবার কারা প্রস্তত থাকবে,,?????
হয়তো হত্যা হবে নয়তো হত্যাকারী হবে। একটা সন্তানকে ঘিরে পরিবারের সব কিছু, তাতো এ ভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। এর সমাধান কোথায়,,????
প্রশাসনের দায়িত্ব ঘটনা ঘটার পরে শুরু হয়, না এটাই ভুল,,,,,, কিশোর গ্যাং,,,,, এদের নির্মুল করুন। কিশোর গ্যাং আমাদের নজরে যেহেতু পরে আপনাদের নজরে তার থেকে বেশি পরে। এই গ্যাং গুলো ভেঙ্গে দিন। তবে প্রশাসনের সাথে সাথে গ্যাং নির্মুলে আমাদের প্রতিটা পরিবারের সচেতন হওয়া উচিত।
সর্বোপরি হৃদয় হত্যার বিচার চাই,,,,,বিচারটা এমন হওয়া চাই যা দেখে সকল কিশোর গ্যাং ঘরে উঠে যাবে, এমন বিচার চাই যাতে আমার সন্তান, আপনার সন্তান নিয়ে এমন ঘটনায় পরতে না হয়।
Comments
Post a Comment